Terms & Conditions

We make your life easy. Here’s how.

প্লট বরাদ্দের নীতিমালা

১. আমুলিয়া মডেল টাউন’’ এর প্লটের আয়তন ৩ কাঠা, ৫ কাঠা, ১০ কাঠা ও ২০ কাঠা।

২. প্লট বুকিং এর ক্ষেত্রে নির্ধারিত আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে বুকিং মানিসহ আবেদন করিতে হইবে।

৩. সকল বুকিং ও কিস্তির টাকা হাজী গফুর ল্যান্ড ডেভেলপারস্ লিঃ এর নামে নগদ, চেক, পে-অর্ডার অথবা ডি.ডি’র মাধ্যমে পরিশোধ করিতে হইবে।

৪. প্রকল্পের প্লটগুলো ৬০ ফুট, ৫০ ফুট, ৪০ ফুট, ৩০ ফুট ও ২৫ ফুট প্রশস্ত রাস্তার পার্শ্বে অবস্হিত থাকিবে। পর্যায়ক্রমে রাস্তা গুলি বিটুমিনাস কারর্পেটিং, সিসি ঢালাই এবং সঠিক উন্নয়ন ও স্হায়ী রক্ষণাবেক্ষণের জন্য স্হানীয় সরকারের কাছে হস্তান্তর করা হইবে।

৫. প্রত্যেক ক্রেতাগণ মেইন লাইন হইতে স্ব-স্ব প্লটে যে কোন সংযোগ নিজ খরচে স্হাপন করিবেন।

৬. সম্পূর্ণ মূল্য পরিশোধের পর প্লট এর সীমানা ও দাগ নং চিহ্নিত করে ক্রেতার নামে জমি দলিলের মাধ্যমে রেজিস্টধী করে দেওয়া হইবে। প্লট রেজিস্টধী সংক্রান্ত ট্রান্সফারের জন্য দলিলের স্ট্যাম্প ডিউটি, রেজিষ্ট্রেশন ফি সহ ভ্যাট ও অন্যান্য সকল খরচ ক্রেতা বহন করিবেন।

৭. প্লট নির্ধারিত সময়ে হস্তান্তরের জন্য ক্রেতাকে প্রতি কিস্তি যথা সময়ে পরিশোধ করিতে হইবে। ‘‘আমুলিয়া মডেল টাউন’’ এর সৌন্দর্য, পরিবর্তন, পরিবর্ধন এবং ক্রেতার সুবিধার্থে প্রকল্পের মূল ডিজাইনের লে-আউট এর প্রয়োজনীয় পরিবর্তন কর্তৃপক্ষ করিত পারিবে।

৮. প্লট হস্তান্তরের পর প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের জন্য প্লট মালিকদের সমন্বয়ে ‘‘আমুলিয়া মডেল টাউন’’ ওয়েলফেয়ার সোসাইটি গঠন করা হইবে। প্রতিটি প্লট মালিক ওয়েলফেয়ার সোসাইটির সদস্য হইবেন। সোসাইটি ও সংশ্লিষ্ট ব্যায় নির্বাহের জন্য একটি ওয়েলফেয়ার ফান্ড থাকিবে এবং সিদ্ধান্ত মোতাবেক ফান্ডে টাকা জমা দিতে হইবে।

৯. বুকিং এর টাকা প্রদান এবং বরাদ্দ প্রাপ্তির পর যদি কোন কারণে আবেদনকারী প্লট ক্রয়ে অসম্মত হন এবং বরাদ্দ পত্র বাতিল করিয়া প্রদত্ত টাকা ফেরৎ চান তাহা হইলে বুকিংয়ের তারিখ হইতে ১৫ দিনের মধে্য লিখিত আবেদন করিতে হইবে। এক্ষেত্রে সম্পূর্ণ বুকিং মানির ১০% কর্তন করা হইবে। কিস্তির অর্থ পরিশোধে ৬০ দিন বিলম্ব হইলে ৩০ দিনের নোটিশ প্রদান করে কোম্পানী প্লট বরাদ্দ বাতিল করিতে পারিবেন। ডকুমেন্ট চার্জ বাবদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা কর্তন করিয়া বাকী টাকা উ৩ প্লট বিক্রি করিয়া ফেরৎ দেওয়া হইবে।

১০. গ্যাস, পানি, বিদ্যূৎ (ইউটিলিটি) ও অন্যান্য সংযোগের জন্য প্রতি কাঠা ১,০০,০০০/- (এক লক্ষ) ‘‘আমুলিয়া মডেল টাউন’’ সম্পূর্ণ নিজ সম্পত্তির উপর বাস্তবায়ন করা হইবে। প্রকল্পে উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলিতেছে।